ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ৫:০৩:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

 ‘কালি’র শরৎকালীন সাহিত্য সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিভৃতচারী ও ডামাডোলের বাইরে থাকা কবি জুনান নাশিত। লিখছেন সেই নব্বই দশক থেকে। কী লিখছেন তিনি, কেমন তার কবিতা-সেটা জানতেই সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘কালি’ আয়োজন করে ‘জুনান নাশিতের কবিতা’ শীর্ষক অনুষ্ঠানের। এটা ছিল কালির ১০ম অনুষ্ঠান। 

রাজধানীর ধানমন্ডিতে ইএমকে সেন্টারে শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠানে নির্ধারিত আলোচক ছিলেন কথাসাহিত্যিক ও কবি মালেকা ফেরদৌস, লেখক ও কবি কামরুল হাসান, কবি তুষার কবির।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কথাসাহিত্যিক পাপড়ি রহমান।  সূচনা বক্তব্যের পর কবি জুনান নাশিতের ওপর আলোকপাত করা হয়। এরপর কবি মালেকা ফেরদৌস অসুস্থ থাকায় তার পাঠানো লিখিত আলোচনা পাঠ করে শোনান আফরোজা আক্তার টিনা।

পরে নাতিদীর্ঘ আলোচনা করেন কবি কামরুল হাসান। জুনান নাশিতের অনেকগুলো কবিতার উদ্ধৃতি দিয়ে বিশ্লেষণ করেন তিনি। দশটি পয়েন্টে লিখিত এবং গবেষণাধর্মী আলোচনা করেন কবি তুষার কবির। তিনি দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিদের লেখা উদ্ধৃত করে আলোচনায় একটা ভিন্ন মাত্রা যোগ করেন।

জুনান নাশিতসহ তিন আলোচকের ওপর চমৎকার তথ্যসমৃদ্ধ আলোকপাত করেন উপস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কবি লাবণ্য লিপি। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কালির সদস্য শারমীন জাহান শাম্মী ও কবি সাকিরা পারভীন সুমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. বেগম জাহান আরা, দিলারা মেসবাহ, পিয়াস মজিদ, সাইফ বরকতুল্লাহ, সুমী সিকান্দার, সেঁজুতি বড়ুয়া, মাহবুব সৈকত, মাহফুজ পাঠক, জিনাত আরা জোনাকী, মনিরুল মনির, কাজী সুফিয়া আকতার।